চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ কার্যদিবস রোববার (৩০ জুন) দেশের শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়ে বছর শেষ হয়েছে। টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর বাজারে হঠাৎ পতনের ছোঁয়া পড়েছে। পাশাপাশি লেনদেনের গতিও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বাজারের প্রধান মূল্যসূচকগুলোও পতনের সঙ্গে শেষ হয়েছে লেনদেন।
গত সপ্তাহের শেষ দিকে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও সোমবার কার্যদিবস শুরু হওয়ার পরই শেয়ার ও ইউনিটের দরপতন শুরু হয়। এক সময়ে ডিএসইর প্রধান সূচক ২৫ পয়েন্টেরও বেশি কমে যায়। দিনের শেষ দিকে বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় সূচকের পতনের মাত্রা কিছুটা কমে আসে, তবে শেষ পর্যন্ত সূচক ঋণাত্মক অবস্থায় বন্ধ হয়।
দিন শেষে ডিএসইতে ১৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও, ২০৫টির দরপতন হয়েছে। অপরিবর্তিত ছিল ৬৫টি। ভালো লভ্যাংশ দেওয়া কোম্পানির মধ্যে ৭২টির শেয়ার দাম বেড়েছে, আর ১১৮টির দাম কমেছে।
মাঝারি লভ্যাংশ কোম্পানির ৩৩টির দাম বাড়লেও ৪২টির দাম কমেছে। বিনিয়োগকারীদের আস্থা হারানোর কারণে ‘পচা জেড’ গ্রুপের ২৪টির দাম বেড়েছে, কিন্তু ৪৫টির দাম কমেছে।
Leave a Reply