আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির একক শেয়ারে ৫ শতাংশের বিনিয়োগ সীমা থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে আইসিবি এখন এসব কোম্পানির শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির ৯৫২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিবির আবেদন এবং দেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে মৌলভিত্তিসম্পন্ন ও ভবিষ্যৎ সম্ভাবনাময় কোম্পানিগুলোর শেয়ারে আইসিবি আরও বেশি বিনিয়োগ করতে পারবে, যা বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
তবে এ বিনিয়োগে কিছু নিয়ম মানতে হবে আইসিবিকে। বিশেষ করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮’-এর প্রাসঙ্গিক বিধিগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এছাড়া, কমিশনের পত্র নং-BSEC/SRMID/2011/1240/847; তারিখঃ ২৯ অক্টোবর ২০১৯ এবং শেয়ার ধারণ সংক্রান্ত নোটিফিকেশন নং-BSEC/CMRRCD/2009-193/217/Admin/90; তারিখঃ ২১ মে ২০১৯-এর আওতায় উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও বিদ্যমান শর্তাবলি পালন করতে হবে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বাজারে আইসিবির ভূমিকা আরও কার্যকর করে তুলবে এবং ভালো কোম্পানিগুলোর শেয়ার দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদে বাজারে স্থিতিশীলতা আনতেও এটি সহায়ক হবে।
Leave a Reply