নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসাবে যোগদান করেই ঘোষণা দিয়েছেন, শেয়ারবাজারে আর অনিয়ম-দুর্নীতি চলবে না। তিনি বলেছেন, গত ১০ বছর শেয়ারবাজারে যতো অনিয়ম-দুর্নীতি হয়েছে, সব কিছুর তদন্ত করা হবে।
সর্বশেষ গতকাল বুধবার শেয়ারবাজারে একগুচ্ছ সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মধ্যে ছিল-চার মেগা কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার, সার্কিট ব্রেকারের সর্বনিম্ন ৩ শতাংশ সীমা প্রত্যাহার, শিবলী কমিশনের আড়ি পাতার প্রকল্প বাতিল, শুভেচ্ছাদূত সাকিব আল হাসানকে সরিয়ে দেওয়া এবং ডিভিডেন্ড ঘোষণা করে বিতরণ না করলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি।
বিনিয়োগকারীরা নতুন চেয়ারম্যানের এসব সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা এসব সিদ্ধান্তকে শেয়ারবাজারের জন্য ইতিবাচক বলে অভিহিত করেছেন।তাদের প্রত্যাশা নতুন চেয়ারম্যান পুঁজিবাজারকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে যাবে।
বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, আজ চলতি মাসের ও সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে গতদিনের চেয়ে টাকার অঙ্কে লেনদেনের পরিমান বেড়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১২৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২১২৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৮টি কোম্পানির, বিপরীতে ৬৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৫ পয়েন্টে।
সিএসইতে ২৩৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫২ টির দর বেড়েছে, কমেছে ৭০ টির এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Leave a Reply