আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কোম্পানি দুটির নিরীক্ষক প্রতিষ্ঠান।
কোম্পানি দুটি হলো-বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার এবং সিরামিক খাতের স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
খুলনা পাওয়ার কোম্পানি-কেপিসিএল
কোম্পানিটির দুটি পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ আগামি মার্চ মাসে শেষ হয়ে যাবে। চুক্তি নবায়নে এখনো কোন অগ্রগতি নেই। এছাড়া বাণিজ্যিক কার্যক্রমে থেকেও কোম্পানিটি সর্বশেষ অর্থবছরে বড় লোকসান গুণেছে। এসব কারণে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কোম্পানিটির নিরীক্ষক প্রতিষ্ঠান। কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
কোম্পানির নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক হিসাবের ১.৪ নং নোট অনুযায়ি বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে খুলনা পাওয়ারের দুটি প্লান্টের (ইউনিট ২ ও ৩) বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) আগামি ২৩ মার্চ শেষ হয়ে যাবে।
Leave a Reply