মাগুরা-১ ও মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি।সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের দপ্তর সূত্রেবিষয়টি জানা গেছে।
গত বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুলআউয়াল। সেখানে জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিল করতে হবে। ১থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হয়েছে ১৭ডিসেম্বর পর্যন্ত। এরপর আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
Leave a Reply