ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সংঘর্ষের ভয়াবহ পরিস্থিতিতে গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ভয়াবহ যুদ্ধের তৃতীয় দিনে এমন সিগ্ধান্ত নেয় দেশটি।
আজ (৯ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক ভিডিও বার্তায় বলেন, ‘হামাস অধ্যুষিত গাজার সর্বাত্মক নিয়ন্ত্রণ নিতে সেখানে কোনো বিদ্যুৎ, খাবার, পানি ও গ্যাস থাকবে না—সব বন্ধ থাকবে’। খবর আল জাজিরা।
গ্যালান্ট ইসরায়েলের এই অবরোধকে বর্ণনা করেছেন ‘হিংস্র পশুর মতো’ মানুষের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে। তিনি বলেন, ‘আমরা গাজাকে পুরোপুরি অবরোধ করছি… বিদ্যুৎ নেই, খাবার নেই, পানি নেই, গ্যাস নেই— সবই বন্ধ আছে।’
Leave a Reply