| Company | Price | Change |
|---|
| Company | Price | Change |
|---|
প্রিমিয়ার লিগে এক কণ্ঠশীল লড়াইয়ে ১০ জন খেলোয়াড় নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১–০ গোলে পরাজিত করেছে এভারটন। ম্যাচের শুরুতেই সতীর্থ মাইকেল কীনকে আঘাত করার ঘটনায় এভারটনের ইদ্রিসা গ্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি সংখ্যাগত ঘাটতিতে পড়ে।
প্রথমার্ধের ২৯তম মিনিটে কিয়েরনান ডিউসবুরি-হল অসাধারণ এক দূরপাল্লার শটে ম্যাচের একমাত্র গোলটি করেন। গোলের পর থেকেই এভারটন রক্ষণভাগ শক্ত করে ইউনাইটেডের চাপ সামলাতে থাকে।
দ্বিতীয়ার্ধজুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড দশ জনের এভারটনকে ঘিরে রেখে একের পর এক আক্রমণ চালায়। যদিও বল দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত সমতা ফেরানো সম্ভব হয়নি।
প্রায় দুই মাস আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩–১ গোলে হারের পর এই প্রথম পরাজয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ডে গত ৪৭টি প্রিমিয়ার লিগ ম্যাচে এই প্রথম কোনো দল মাত্র ১০ জন খেলোয়াড় নিয়ে জয় তুলে নিল।
Leave a Reply