আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ রোববার (১৮ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এই বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসাবে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে চাহিদা ও জোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনা, মুদ্রানীতিকে সংকোচনমূলক অবস্থায় ধরে রাখা এবং সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটাতে পরিকল্পনা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলঅ হয়, এছাড়া আর্থিক খাতের সংস্কারে একটি রূপকল্প তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
Leave a Reply