স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে বিমানবন্দরে একটি পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে—তিনি কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন, যখন তাঁর বয়স এখনো ত্রিশ হয়নি?
এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে কিছু বলতে পারব না।”
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেকে বলছেন, এটা একে–৪৭-এর ম্যাগাজিন। আসলে এটা একে–৪৭ নয়। এটি তাঁর পিস্তলের খালি ম্যাগাজিন। সেটি ভুলে সঙ্গে থেকে গিয়েছিল।”
Leave a Reply