 
																
								
                                    
									
                                 
							
							 
                    পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আগের দুই প্রান্তিকে লাভে থাকলেও সর্বশেষ প্রান্তিকে আবারও লোকসানে পড়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যালোচনায় দেখা গেছে সাম্প্রতিক সময়ে আয় কমে যাওয়া এবং ব্যয় বেড়ে যাওয়ার ফলে ব্যাংকটি লোকসানের মুখে পড়েছে।
Leave a Reply