| Company | Price | Change |
|---|
| Company | Price | Change |
|---|
নিজস্ব প্রতিবেদক : ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপপেট নিয়ে আসে সামাজিক যোগাযোগামাধ্যম ইনস্টাগ্রাম। এবার নিয়ে এলো আরেকটি নতুন ফিচার। ইনস্টাগ্রামের রিলসে গান প্লে হলে এখন লিরিক দেখা যাবে। লিরিক স্টিকার নামে নতুন এই ফিচারটি সম্প্রতি সংযুক্ত হয়েছে।
নতুন এই ফিচারটি অনেকটা ফেসবুকের স্টোরির মতো ফিচার। তবে ইনস্টাগ্রামের নতুন ফিচারে আরো কাস্টোমাইজেশন সুবিধা পাওয়া যাবে। ফিচারটি ব্যবহার করতে হলে আপনাকে শুধু রিলসে গান যুক্ত করে লিরিক্স স্টিকার সিলেক্ট করতে হবে। স্ক্রিনে তখন গানের লিরিক্সগুলো দেখতে পারবেন।
তারপর পছন্দমতো লিরিক্সের ফন্ট, টেক্সট কাস্টোমাইজ করে নিন। নতুন আপডেট এখন থেকেই রোল আউট করা শুরু হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave a Reply