বিএসইসি ও সিএসই’র প্রশিক্ষণ: মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক | আমাদের পুঁজিবাজার
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর যৌথ উদ্যোগে চট্টগ্রামস্থ সিএসই’র প্রধান কার্যালয়ে “এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক বেসড সুপারভিশন” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২ নভেম্বর) আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ এবং বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান ও মোঃ আশরাফুল হাসান।
সূচনা বক্তব্যে সিএসই’র চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএ বলেন, “অপ্রদর্শিত আয়কে বৈধ করার প্রচেষ্টা মানিলন্ডারিং নামে পরিচিত। এটি অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ, যার মোকাবেলায় সচেতনতা ও নিয়মতান্ত্রিক তদারকি অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সিএসই এখন কমোডিটি মার্কেট নিয়েও কাজ করছে, এবং এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের বাস্তব জ্ঞান ও কার্যকরী দক্ষতা বাড়াতে সহায়তা করবে।”
প্রধান অতিথি মোঃ সাইফুদ্দিন তার বক্তব্যে বলেন, “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ একটি বৈশ্বিক ইস্যু। বাংলাদেশ পুঁজিবাজারকে এমার্জিং মার্কেট পর্যায়ে নিয়ে যেতে হলে এএমএল/সিএফটি নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।”
তিনি Know Your Customer (KYC) প্রক্রিয়ার গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “প্রতিটি CAMLCO ও BAMLCO কর্মকর্তাকে সতর্ক থাকতে হবে যেন কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং সংঘটিত না হয়।”
বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “পুঁজিবাজারে টেকসই উন্নয়নের জন্য ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টিবিলিটি এবং গভর্নেন্স অপরিহার্য। তাই এএমএল/সিএফটি কমপ্লায়েন্স কালচার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি জানান, “বিএসইসি প্রতি বছর চারটি ব্যাচে প্রশিক্ষণের আয়োজন করে থাকে। আজকের কর্মশালা ২০২৫ সালের চূড়ান্ত ব্যাচ হিসেবে সম্পন্ন হয়েছে।”
শেষে কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান এবং মোঃ আশরাফুল হাসান “এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক বেসড সুপারভিশন” বিষয়ের উপর বিস্তারিত উপস্থাপনা করেন।
সমাপনী বক্তব্যে সিএসই’র ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রহমান মজুমদার বলেন, “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত।”
তিনি আরও বলেন, “সব প্রতিষ্ঠানকেই নিয়মিত ট্রেনিং ও সচেতনতার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখতে হবে। রেগুলেটরি কাঠামোর মধ্যে থেকেই পুঁজিবাজারের সব কার্যক্রম পরিচালনা করা জরুরি।”







Leave a Reply