আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিনস গ্রুপ তৈরি পোশাক কারখানা স্থাপনে নতুন বিনিয়োগ নিয়ে আসছে এ খাতে।
জানা গেছে, নারায়ণগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপন করবে প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড।
কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি মোট ৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬০২ কোটি ৭৭ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে) বিনিয়োগ করবে।
রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বেপজা জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানে বছরে ১ কোটি ২৫ লাখ লেডিস টপ, ১ কোটি ২৫ লাখ নারী-পুরুষের ফরমাল ও ক্যাজুয়াল ড্রেস, ৩১ লাখ ছেলেমেয়ের জন্য ক্যাজুয়াল পোশাক তৈরি করবে। চালু হওয়ার পর প্রতিষ্ঠানটিতে ৭ হাজার ৯৭০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।
এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় বেপজা কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক আ ন ম ফয়জুল হক, মো. তানভীর হোসেন, মো. খুরশীদ আলম এবং এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।
প্যাসিফিক জিনস গ্রুপের ৮টি কারখানা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত। নারায়ণগঞ্জ ইপিজেডে কারখানা স্থাপন করলে সেটি হবে বেপজার অধীন ইপিজেডগুলোতে প্যাসিফিক জিনস গ্রুপের নবম প্রতিষ্ঠান। বর্তমানে জিনসের পাশাপাশি নিট ও কর্মস্থলের পোশাক (ওয়ার্ক ওয়্যার) রপ্তানি করছে তারা।
Leave a Reply