AmaderPujibazar প্রতিবেদক : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর- উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ সোমবার (২৩ অক্টোবর) থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সামান্য উত্তাল রয়েছে।
জেলার উপকূলীয় এলাকার অনেক স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। নিম্নচাপটি সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। তাই দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা চলমান থাকায় গভীর সমুদ্রে বা নদনদীতে কোনো মাছ ধরার নৌকা বা টলারের অবস্থান নেই। বর্তমানে জাল নৌকা মেরামতে সময় পার করছেন তারা। আবহাওয়া খারাপ হলে সরকারি নির্দেশনা মেনে চলবেন বলে জানান স্থানীয়রা।
জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় ভেরিবাঁধ ভাঙা থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলবাসী। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের নানা সীমাবদ্ধতার কথা।
Leave a Reply