নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্টের শেয়ারদর কমেছে ৬.৬৫ শতাংশ। আর ৫.১২ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কহিনুর কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, ইউনাইটেড ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, হাক্কানি পাল্প এবং সেনা কল্যান ইন্সুরেন্স লিমিটেড।
Leave a Reply