আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম দিনের ধারাবাহিকতায় আজও (০২ জানুয়ারি) শেয়ারবাজারে পতন হয়েছে। আজ পতনের পাল্লা আরও ভারি হয়েছে।
বছরের প্রথম দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পতন হয়েছিল ৪ পয়েন্ট। আজ মঙ্গলবার পতন হয়েছে ৯ পয়েন্ট।
তবে বড় পতনের মধ্যেও আজ ডিএসই-তে ৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ফ্লোর প্রাইস টপকে লেনদেন করেছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-ইস্টার্ন ব্যাংক, প্রভাতী ইন্সুরেন্স, তাকাফুল ইন্সুরেন্স, রেকিট বেনকিজার এবং আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক, প্রভাতী ইন্সুরেন্স, তাকাফুল ইন্সুরেন্স ও রেকিট বেনকিজারের শেয়ার পতনের চাপে লেনদেনের শেষ বেলায় ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে।
তবে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট বেশ শক্তভাবে ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন করেছে। ফান্ডটির ইউনিট আজ লেনদেনের এক পর্যায় প্রায় ক্রেতাশুন্য অবস্থায় পড়ে যায়। তবে পতনের পাল্লা ভারি হতে থাকলে ফান্ডটির দামও নিচে নেমে যায়। তারপরও শেষ বেলায় ফান্ডটির ইউনিট আজ ফ্লোর প্রাইসের সামান্য ওপরে ক্লোজিং হয়েছে।
এদিন ফান্ডটির আজ ১ কোটি ৪১ লাখ ২৭৬ হাজারের বেশি ইউনিট লেনদেন হয়েছে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। আগের দিন ফান্ডটির ইউনিট ক্লোজিং হয়েছিল ৭ টাকা ৭০ পয়সা। আজ ক্লোজিং হয়েছে ৭ টাকা ৮০ পয়সায়।
অন্যদিকে, আজ ইস্টার্ন ব্যাংকের ৩ লাখ ৬৮ হাজার ৩৫২টি, প্রভাতী ইন্সুরেন্সের ৬ লাখ ২ হাজার ৫৫০টি,, তাকাফুল ইন্সুরেন্সের ৩৪ হাজার ১২৯টি এবং রেকিট বেনকিজারের ২৩৫টি শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply