আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কিছুটা মন্দা প্রবণতায় শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ০.৪৭ পয়েন্ট। এমন অবস্থার মধ্যে আজ পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হলেও তিনটি কোম্পানির শেয়ার ফের ফ্লোর প্রাইসে এসে স্থান নিয়েছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হল-মেঘনা পেট্রোলিয়াম, তাকাফুল ইন্সুরেন্স ও জাহিন স্পিনিং লিমিটেড।
স্টকনাও জানিয়েছে,আগের দিন সোমবার ডিভিডেন্ড মালিকানা নির্ধারণ উপলক্ষে মেঘনা পেট্রোলিয়ামের রেকর্ড ডেট ছিল। রেকড ডেটের আগের দিন কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছিল ২০৭ টাকা ৮০ পয়সায়।
কোম্পানি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অর্থাৎ প্রতি শেয়ারে ১৬ টাকা ক্যাশ ডিভেডেন্ড পেয়েছে বিনিয়োগকারীরা। আজ ডিভিডেন্ড অ্যাডজাস্ট হয়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে। ডিভিডেন্ড অ্যাডজাস্ট হওয়ার পর কোম্পানিটির শেয়ার ১৯৮ টাকা ৬০ পয়সায় নেমে গেছে। যেটি হল কোম্পানিটির ফ্লোর প্রাইস। আজ কোম্পানিটির ১৬ হাজার ৭০টি শেয়ার এক দামে অর্থাৎ ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে।
অন্যদিকে, তাকাফুল ইন্সুরেন্সের শেয়ার আজ ৪২ টাকা ২০ পয়সা থেকে ২০ পয়সা কমে ৪২ টাকা ১০ পয়সায় ফ্লোর প্রাইসে এবং জাহিন স্পিনিংয়ের শেয়ার ১০ টাকা থেকে ১০ পয়সা কমে ৯ টাকা ৯০ পয়সায় ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে।
কোম্পানি দুটির মধ্যে তাকাফুল ইন্সুরেন্সের ১৯ হাজার ৯৪৫টি এবং জাহিন স্পিনিংয়ের ১৭ লাখ ৩৩ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply