শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের প্রায় ১৫১ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা কোম্পানিটির নিট মুনাফার প্রায় ২৫ শতাংশ।
এছাড়া কোম্পানিটি আরও ১২.৫০ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করেছে। যার বাজার মূল্য প্রায় ৪৮২ কোটি টাকা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ক্যাশ ডিভিডেন্ড ও বোনাস ডিভিডেন্ড মিলে কোম্পানিটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬৩৩ কোটি টাকা।
কোম্পানিটি ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫ টাকা ০৭ পয়সা হিসেবে ৬১২ কোটি ৭ লাখ টাকার নিট মুনাফা করেছে। এরমধ্যে থেকে ১৫০ কোটি ৯০ লাখ টাকার বা ২৪.৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করা হবে। আর বোনাস শেয়ারের ১৫০ কোটি ৯০ লাখ টাকা পরিশোধিত মূলধনে যোগ হবে। এছাড়া, বাকি ৩১০ কোটি ২৭ লাখ টাকা বা ৫০.৭০ শতাংশ রিজার্ভে যাবে।
১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইস্টার্ন ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ২০৭ কোটি ২৪ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২ হাজার ৩৬৮ কোটি ৯৩ লাখ টাকা।
Leave a Reply