সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ | লাইফ ফান্ডে ৩১ কোটি টাকা হ্রাস
নিজস্ব প্রতিবেদক | আমাদের পুঁজিবাজার: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৬২ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের বছরের শেষের তুলনায় কমেছে প্রায় ৩১ কোটি টাকা।
এই হ্রাসের প্রধান কারণ হিসেবে কোম্পানি জানিয়েছে— শেয়ারহোল্ডারদের ১৩ কোটি টাকার ডিভিডেন্ড প্রদান, প্রিমিয়ামের তুলনায় দাবি নিষ্পত্তি বেশি হওয়া (প্রায় ৫ কোটি টাকা), এবং মুনাফা ও অন্যান্য আয়ের তুলনায় ব্যবস্থাপনা ব্যয়, কর ও প্রভিশন বেশি হওয়া (প্রায় ১৩ কোটি টাকা)।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট কার্যকর নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে নেতিবাচক ২ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল নেতিবাচক ৪ টাকা ২০ পয়সা। ফলে আগের বছরের তুলনায় নগদ প্রবাহে প্রায় ২১ কোটি ৬৩ লাখ টাকার উন্নতি হয়েছে।
কোম্পানির মোট নগদ ও ব্যাংক ব্যালেন্স দাঁড়িয়েছে ২৫৩ কোটি ৬৪ লাখ টাকা, যা ২০২৪ সালের শেষে ছিল ১৮৩ কোটি ৯৩ লাখ টাকা।
কোম্পানির তৃতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী www.sandhanilife.com ওয়েবসাইটে দেখা যাবে।
প্রকাশের তারিখ: অক্টোবর ৩০, ২০২৫
সূত্র: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (৩য় প্রান্তিক, ২০২৫)
📄 তৃতীয় প্রান্তিকের সম্পূর্ণ আর্থিক প্রতিবেদন (PDF)
  
  
    
       🔗 সম্পূর্ণ প্রতিবেদন ডাউনলোড করুন (PDF)
    
  
উৎস: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (তৃতীয় প্রান্তিক, ২০২৫)
    📰 এই প্রতিবেদনটি প্রকাশ করেছে
    
      আমাদের পুঁজিবাজার (AmaderPujibazar.com)
     — বাংলাদেশের শেয়ারবাজার বিষয়ক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম।
  

 
																
								
                                    
									
                                 
							
														





Leave a Reply