| Company | Price | Change |
|---|
| Company | Price | Change |
|---|
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ নূরুল আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে এপিবিএন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএন-এর টহল দলের অভিযান চলাকালে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১,৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩,৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করে জব্দ করা হয়। এপিবিএন জানায়, নূরুল আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করছিলেন।
সংস্থাটি আরও জানায়, চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা বিদেশ থেকে স্বর্ণ দেশে পাঠানোর পর নূরুল আলম তা গ্রহণ করতেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply