| Company | Price | Change |
|---|
| Company | Price | Change |
|---|
নিজস্ব প্রতিবেদক: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’র ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (২৩ নভেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
সভায় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অডিট কমিটির চেয়ারম্যান, এনআরসি চেয়ারম্যান, অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯টা ৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। আলোচনার পর শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে বার্ষিক হিসাব এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।
এজিএমে ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। সভায় স্পন্সর পরিচালক কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পুনরায় পরিচালক হিসেবে নির্বাচিত হন।
জাতীয় অর্থনীতিতে অবদান হিসেবে কোম্পানি ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সময়ে কর ও ভ্যাট বাবদ মোট ২১৮ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা রাজস্ব কোষাগারে জমা দেয়। এছাড়া শ্রম অধিকার আইনের আওতায় মুনাফার ৫ শতাংশ অর্থাৎ ৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৯১ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করা হয়।
পরিশেষে কোম্পানির সমৃদ্ধি, শেয়ারহোল্ডার ও কর্মীদের মঙ্গল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং দেশের সার্বিক অগ্রগতি কামনা করে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply