
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর বিধি অনুযায়ী নির্ধারিত মূলধন ও দায়দেনা সংক্রান্ত শর্তসমূহ যথাযথভাবে পূরণ করতে না পারায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুইটি ব্রোকারেজ হাউজের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে।
ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়, সনদ বাতিল হওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো আল হারামাইন সিকিউরিটিজ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেড। আল হারামাইন সিকিউরিটিজের ট্রেক নম্বর ২৬৩, এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক নম্বর ২৭৩।
ডিএসই জানিয়েছে, বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীর অধিকার রক্ষা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রক বিধি-বিধানের প্রতি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সনদ বাতিলের ফলে উক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ডিএসইতে শেয়ার কেনাবেচা করা আরোপিত শর্তাবলীর সঠিকতা না হওয়ার কারণে সাময়িকভাবে সম্ভব হবে না।
বিনিয়োগকারীদের অনুরোধ করা হয়েছে—আপনারা যদি এই ব্রোকারেজ হাউজগুলোর মাধ্যমে পেন্ডিং লেনদেন বা অন্য কোনো আর্থিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট হন, তবে ডিএসইয়ের প্রকাশিত নির্দেশনা ও অফিসিয়াল নোটিশ লক্ষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সংবাদটি প্রস্তুত করেছে AmaderPujibazar.com | নির্ভরযোগ্য পুঁজিবাজার সংবাদ।







Leave a Reply