আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে তা সঠিকভাবে বাজারজাতকরণের দিকেও দৃষ্টি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে। যার প্রভাব বাংলাদেশে পড়েছে। এ কারণে শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে তা সঠিকভাবে বাজারজাতকরণের দিকেও দৃষ্টি দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন। বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি খাতকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এ জন্য সরকার সব চেষ্টা করে যাচ্ছে।
তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আজকের বাংলাদেশ বদলে গেছে বলে। ডিজিটালাইজেশনে যেন কর্মসংস্থান বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ বিজয়ী ৭ জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট-আপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে এ মেলাটির আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। সাত দিনের এই মেলা চলবে ২৫ মে পর্যন্ত।
মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে
Leave a Reply