আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : আজ ০৪ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) ব্লক মার্কেটে অংশ নিয়েছে ৫৬টি কোম্পানি। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে।
কোম্পানি ৬টি হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, দেশবন্ধু পলিমার, কে অ্যান্ড কিউ এবং ওয়ালটন হাইটেক।
আজ ব্লক মার্কেটে এই ৬ কোম্পানির ১০ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার টার্কা যা ব্লক মার্কেটে লেনদেনের ২৬.৯৭ শতাংশ।
ডিএসই সূত্রে জানা যায়, এদিন ব্লক মার্কেটে লেনদেন হওয়া প্রকৌশল খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএসআরএম লিমিটেডের। আজ ব্লক মার্কেটে এ কোম্পানির মোট ৯ কোটি ৫২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে দেশবন্ধু পলিমারের।
অন্য ৪টি কোম্পানির মধ্যে- বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪০ লখ৯৬ হাজার টাকা, বিএসআরএম স্টিলের ৫ লাখ ৯৯ হাজার টাকা, কে অ্যান্ড কিউ এর ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ওয়ালটন হাইটেকের ৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply