নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর কাছে থাকা এসপিবিআরএসএল ২০ শতাংশ কনভার্টেবল বন্ডের ১২০ কোটি টাকার ইউনিট সাধারণ শেয়ারে রূপান্তর করবে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
আজ বুধবার (০৮ নভেম্বর) অনুষ্ঠিত সি পার্লের পরিচালনা পরিষদের ৮৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
এর আগে গত অক্টোবর মাসে আইসিবি তাদের কাছে থাকা বন্ডের সব ইউনিটকে সাধারণ শেয়ারে রূপান্তরের জন্য সি পার্লের কাছে প্রস্তাব দিয়ে চিঠি পাঠায়।
এরপর নভেম্বর মাসে ওই বন্ডের ট্রাস্টি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিও এই বিষয়ে সি পার্লকে একটি চিঠি দিয়েছে।
চিঠিতে ১২০ কোটি টাকার বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তরের কথা বলা হয়।
সেই মোতাবেক বুধবার অনুষ্ঠিত সি পার্লের পর্ষদ বৈঠকে আইসিবির প্রস্তাব বিবেচনায় নিয়ে ১২০ কোটি টাকার বন্ডকে কোম্পানির সাধারণ শেয়ারে রূপান্তর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে কী মূল্যে ওই বন্ডকে শেয়ারে রূপান্তর করা হবে তা জানা যায়নি।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠেয় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ডকে শেয়ারে রূপান্তর করার প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে বিষয়টির অনুমোদন চেয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানাবে কোম্পানিটি।
বিএসইসি ও সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ তা কার্যকর হবে। প্রস্তাবটি অনুমোদন পেলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বৃদ্ধি পাবে।
অন্যদিকে ঋণের পরিমাণ ১২০ কোটি টাকা কমে আসবে। তাতে বছরে প্রায় ১২ কোটি টাকা আর্থিক খরচ কমবে বলে কোম্পানিটি উল্লেখ করেছে।
Leave a Reply