| Company | Price | Change |
|---|
| Company | Price | Change |
|---|
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে প্রিলিমিনারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) রাতে তারা হঠাৎ এই অবরোধ কর্মসূচি শুরু করেন।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মাত্র ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার বিশাল সিলেবাস সম্পন্ন করে যথাযথ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাদের দাবি, বিসিএস পরীক্ষায় দুই ধরনের প্রতিযোগী থাকে—একদল অভিজ্ঞ, যারা আগেও লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন; আরেকদল নতুন, যারা প্রথমবার প্রিলিমিনারি পাস করে লিখিত পর্যায়ে যাচ্ছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, অভিজ্ঞ প্রার্থীরা অল্প সময়ে প্রস্তুতি নিতে সক্ষম হলেও নতুনদের পক্ষে এত দ্রুত প্রস্তুতি নেওয়া বাস্তবসম্মত নয়। ফলে পিএসসির তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ নতুন পরীক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত হিসেবে মনে করছেন তারা।
এর আগে আন্দোলনকারীরা ‘যৌক্তিক প্রস্তুতি সময়’ নিশ্চিতের দাবিতে পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে তারা লিখিত পরীক্ষা পেছানোর যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply