আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : আজ ০৩ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) ব্লক মার্কেটে অংশ নিয়েছে ৫৩টি কোম্পানি। এদিন ব্লক মার্কেটে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার টাকার। যার ১১.৯৭ শতাংশ ওষুধ ও রসায়ন খাতের ৯ কোম্পানির দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ব্লক মার্কেটে ওষুধ খাতের ৯টি কোম্পানির লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৯ কোম্পানির ৭ লাখ ৪১ হাজার ৬৬৮টি শেয়ার ২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৭০ লাখ ৫৫ হাজার টাকা। যা ব্লক মার্কেটের মোট লেনদেনের ১১.৯৭ শতাংশ।
ব্লক মার্কেটে ওষুধ ও রসায়ন খাতের এই ৯ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। আজ ব্লক মার্কেটে কোম্পানিটির মোট ১ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৪২ লাখ ৫ হাজার টাকা, সিলভা ফার্মার ২০ লাখ ৪১ হাজার টাকা, একমি ল্যাবরেটরিজের ১৯ লাখ ৫৯ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৮ লাখ ৪২ হাজার টাকা, কহিনুর কেমিক্যালের ১২ লাখ ৭০ হাজার টাকা, কেয়া কসমেটিকসের ৬ লাখ ৩০ হাজার টাকা এবং জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply