1. sadathossainsadman@gmail.com : Sadat Hossain Sadman :
  2. arifulsaurov@gmail.com : Ariful Saurov : Ariful Saurov
বড় উত্থানের আভাস দিয়ে তিন দিনের ছুটিতে শেয়ারবাজার - Amader Pujibazar
Wednesday, 19 November 2025, 02:02 PM
Dhaka Stock Exchange (DSE)
📈 DSEX: Loading... | 📊 DS30: Loading... | 💹 DS50: Loading...

Top Gainers & Losers

▲ Top Gainers
CompanyPriceChange
▼ Top Losers
CompanyPriceChange

বড় উত্থানের আভাস দিয়ে তিন দিনের ছুটিতে শেয়ারবাজার

আমাদের পুঁজিবাজার ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
বড় উত্থানের আভাস দিয়ে তিন দিনের ছুটিতে শেয়ারবাজার

আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের প্রথম দুই দিন টানা পতনের পর আগের দিন বুধবার বাজার কিছুটা উত্থানে ফেরে। তারই ধারাবাহিকতায় আজ বছরের চতুর্থ দিন এবং সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) লেনদেনের শুরুতে বাজার কিছুটা উত্থান প্রবণতায় থাকে। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চারও হয় ।
কিন্তু লেনদেনের এক ঘন্টার মধ্যে তাদের আশায় ছন্দপতন হয়। বাজার আগের দিনের চেয়ে নিচে নেমে যায়। এই সময় বরাবরের মতো বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক ভর করতে থাকে।
তবে সেই আতঙ্ক বেশিক্ষণ স্থায়ী হয়নি। আধা ঘন্টার মধ্যে বাজার ফের উত্থানের পথে এগুতে থাকে। এই সময় বাজারে লেনদেনের গতিও শক্তিশালী হয়। বড় বিনিয়োগকারীদের এই সময় সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় বলে বাজার সংশ্লিষ্টরা জানায়।
তারপর বেলা সাড়ে ১১টায় বাজার ফের কিছুটা পতনের ধারায় উঁকিঝুকি দিতে থাকে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা সাড়ে ১১টার আগেই বাজার আবারও ঊর্ধ্বমুখী রেখায় প্রবেশ করে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
আজ দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ঊর্ধ্বমুখী থাকায় টেকনিক্যাল সব বাধা অতিক্রম করেছে। ফলে টেকনিক্যাল অ্যানালিস্টরা এই ধারাকে বুলিশ বা বড় উত্থানের আভাস বলে মনে করছেন। তারা বলছেন, ভোটের পরদিন থেকে বাজার ভালো হবে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫২ কোটি ৩১ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ১৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫১টির, কমেছিল ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৯৬টি প্রতিষ্ঠানের।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও খবর
সম্পাদকীয় চেয়ারম্যান : কাজী আব্দুর রাজ্জাক , সম্পাদক : শাহনাজ বেগম

© 2025 আমাদের পুঁজিবাজার | সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : SAMI Creative Agency

© All rights reserved © 2025 Amader Pujibazar
Theme Customized By SAMI Creative Agency