আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লোকসানি কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে। গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর ৮২ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, গতকাল রোববার (২৪ ডিসেম্বর) বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে লেনদেন হয়েছে। এদিন শেয়ারবাজারে বড় পতন হলেও কোম্পানিটির শেয়ার ক্রেতাশুন্য থেকেছে। যা কোনোভাবে স্বাভাবিক নয়। এর পেছনে কারসাজি চক্রের হাত রয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি ৬ কোটি ৬ লাখ টাকা লোকসান দিয়েছে এবং রাজস্ব আদায় কমে গেছে ২০ শতাংশের বেশি।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটি ২ কোটি ৩৭ লাখ টাকা লোকসান করেছে। এই সময়ে রাজস্ব আদায় কমেছে ৩২ শতাংশ।
গত দুই বছরে লোকসানের কারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি।
শেয়ারদর বৃদ্ধির বিষয়ে ডিএসই র কারণ জানতে চাইলে কোম্পানিটি জানয়েছে, অস্বাভাবিক এই দাম বৃদ্ধির পেছনে মূল্য সংবেনশীল কোনো তথ্য তাদের জানা নেই। ডিএসই এরপর শেয়ারটিতে বিনিয়োগের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। তারপরও শেয়ারটির দাম লাগামহীনভাবে বাড়ছে।
কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানির চেয়ারপারসন রুবিনা হামিদ বলেছেন, জ্বালানি সংকট, টাকার অবমূল্যায়ন এবং ডলারের উচ্চ দামের কারণে কোম্পানিটি তার কাঙ্ক্ষিত নীট মুনাফা অর্জন করতে পারেনি।
কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল বারী বার্ষিক আর্থিক প্রতিবেদনে বলেছেন, আমরা সংকট কাটিয়ে উঠতে লড়াই করছি। সাম্প্রতিক অতীতে বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের কাঁচামালের দাম খুব বেশি বেড়েছে। উচ্চ ডলারের দাম আমদানির ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি আমরা। যে কারণে আমাদের উৎপাদন ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রাখা চ্যালেঞ্জ হয়ে পড়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন রুবিনা হামিদের বিডি থাই অ্যালুমিনিয়ামে ২.৩৪ শেয়ার রয়েছে, যেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের ১৪.৯৭ শতাংশ শেয়ার রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কোম্পানিটির ৯.৭২ শতাংশ শেয়ারের মালিক।
প্রসঙ্গত, সম্প্রতি মালেক পরিবার সানলাইফ ইন্স্যুরেন্সে তাদের সম্পূর্ণ হোল্ডিং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের কাছে বিক্রি করে দিয়েছে।
Leave a Reply