আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : বছরের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইস ভেঙ্গে ৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন করেছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-সন্ধানী ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, তাকাফুল ইন্সুরেন্স, গ্রামীনওয়ান: স্কিম-২, আইসিবি এমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও ফনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেনের শেষ পর্যন্ত আইসিবি এমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ফ্লোর প্রাইসের ওপরে থাকতে পারলেও বাকি প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট ফের ফ্লোর প্রাইসে এসে স্থান নেয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সন্ধানী ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৩৫৪টি, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১ লাখ ৮৮ হাজার ২৩৫টি এবং তাকাফুল ইন্সুরেন্সের ৩৪ হাজার ৫৬১টি।
অন্যদিকে, গ্রামীনওয়ান: স্কিম-২ এর ৫ লাখ ৬৯ হাজার ৬৯৪ ইউনিট, আইসিবি এমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৯২ হাজার ২৮২ ইউনিট এবং ফনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৭ লাখ ৩৪ হাজার ৯১ ইউনিট লেনদেন হয়েছে।
Leave a Reply