আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : আগের দিন সোমবার শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ১৩ পয়েন্টের বেশি। সেদিন তিনটি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ভেদ করে লেনদেন হয়েছিল।
আজ মঙ্গলবার (১২ ডিএসম্বর) বাজার তেমন পতনে না হলেও মন্দা প্রবণতার মধ্যেই লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইর সূচক কমেছে ০.৪৭ পয়েন্ট। এমন মন্দার মধ্যেও আজ ৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো-পাইওনিয়ার ইন্সুরেন্স, এনসিসিব্যাংক-১ মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম লাইফ ইন্সুরেন্স, শাহজালাল ব্যাংক ও সিঙ্গার বাংলাদেশ।
তবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ার ফ্লোর প্রাইসের ওপরে থাকলেও এনসিসিব্যাংক-১ মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম লাইফ ইন্সুরেন্স, শাহজালাল ব্যাংক ও সিঙ্গার বিডির শেয়ার ফ্লোর প্রাইসের ওপরে থাকতে পারেনি।
স্টকনাও সূত্রে জানা যায়, আজ পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ার ফ্লোর প্রাইস ৬৮ টাকা ১০ পয়সা অতিক্রম করে ৬৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। তবে শেষবেলায় মন্দা প্রবণতার চাপে শেয়ারটি ফের ফ্লোর প্রাইসের দিকে ধাবিত হয়। তারপরও শেয়ারটির দাম ফ্লোর প্রাইসের ১০ পয়সা ওপরে ক্লোজ হয়।
এদিন পাইওনিয়ার ইন্সুরেন্সের ২ লাখ ৭৮ হাজার ৮০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। যার গড় দাম দাঁড়িয়েছে ৬৮ টাকা ১৫ পয়সায়।
অন্যদিকে, এনসিসিব্যাংক-১ মিউচ্যুয়াল ফান্ড ফ্লোর প্রাইস ৭ টাকা, প্রাইম লাইফ ইন্সুরেন্স ফ্লোর প্রাইস ৫২ টাকা ৭০ পয়সায়, শাহজালাল ব্যাংক ফ্লোর প্রাইস ১৮ টাকা ৩০ পয়সায় ও সিঙ্গার বাংলাদেশ ফ্লোর প্রাইস ১৫১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে এনসিসিব্যাংক-১ মিউচ্যুয়াল ফান্ড ২০ পয়সা, প্রাইম লাইফ ইন্সুরেন্স ৮০ পয়সা, শাহজালাল ব্যাংক ৩০ পয়সা ও সিঙ্গার বাংলাদেশের শেয়ার ২ টাকা ১০ পয়সা বেশি দামে লেনদেন হতে দেখা গেছে।
Leave a Reply