1. sadathossainsadman@gmail.com : Sadat Hossain Sadman :
  2. arifulsaurov@gmail.com : Ariful Saurov : Ariful Saurov
চার খাতের বদৌলতে শেয়ারবাজার ইতিবাচক - Amader Pujibazar
Sunday, 09 November 2025, 05:39 AM
Dhaka Stock Exchange (DSE)
📈 DSEX: Loading... | 📊 DS30: Loading... | 💹 DS50: Loading...

চার খাতের বদৌলতে শেয়ারবাজার ইতিবাচক

আমাদের পুঁজিবাজার ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
share-up5-amader-pujibazar-stock-today

নিজস্ব প্রতিবেদক : চার কর্মদিবস উত্থান প্রবণতায় থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার (২২ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়। তবে আজ সামান্য ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হতে দেখা যায়। কিন্তু লেনদেন শুরুর কিছুক্ষণ পরই আগের দিনের মতো পতনে রূপ নেয় উভয় শেয়ারবাজার।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর প্রধান সূচক প্রায় ১০ পয়েন্ট পড়ে যায়। তারপর বাজার কিছুটা ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। দুপুর ১টায় বাজার সামান্য ইতিবাচক হলেও সোয়া ১টার পর আবারও রেড জোনের দিকে মোড় নেয় বাজার। এই সময়ে খাদ্য, তথ্যপ্রযুক্তি, বিবিধ ও প্রকৌশল খাতের বেশ কিছু কোম্পানির শেয়ার ঘুরে দাঁড়ালে বাজার ইতিবাচক হতে থাকে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। যদিও বাজারে তেমন ঝলক দেখা যায়নি।

আজ শেয়ারবাজারের সব সূচক সামান্য বাড়লেও টাকার পরিমাণে লেনদেন আগের দিনের থেকে কমে গেছে। আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির শেয়ারদর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৭.৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬১.৪৭ পয়েন্টে এবং দুই হাজার ১৩৬.২৩ পয়েন্টে।

ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির বা ২২.২৬ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৭টির বা ২৫.৫৮ শতাংশের এবং ১৫৭টির বা ৫২.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০০ কোটি ৮৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ৫৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ২.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯১.৭৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৩.৮৩ পয়েন্টে।

তবে সিএসই-৩০ সূচক ৩.৬৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.২২ পয়েন্ট এবং সিএসআই ০.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫২.৬৮ পয়েন্টে, একহাজার ৩০৭.৫৭ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৫৭ পয়েন্টে।

আজ সিএসইতে ১৪৪টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৬৫টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১১ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও খবর