আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুই কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানি দুটির মধ্যে একটি ডিভিডেন্ড ঘোষণা করবে। অন্যটি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন
অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বোর্ড সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যাালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সা।
আগের ২০২১-২২ অর্থবছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬৭ পয়সা।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের বোর্ড সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের ২০২১-২২ অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৫১ পয়সা।
Leave a Reply